আজ দুপুরে রাইমাভ্যালী বিজেপি মণ্ডলের উদ্যোগে জগবন্ধু পাড়া বাজারে এডিসি নির্বাচনকে সামনে রেখে এক র্যালি ও সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মণ্ডল সভাপতি ধন্য মানিক ত্রিপুরা,এমডিসি ভূমিকা নন্দ রিয়াং-সহ অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতৃত্ব। এই র্যালি ও সভার মূল উদ্দেশ্য ছিল নির্বাচনী জনসংযোগ বাড়ানো এবং জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দেওয়া।