এক ভাবগম্ভীর অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমলপুরের কুরিজন অবসরপ্রাপ্ত শিক্ষককে সম্বর্ধনা দেওয়া হলো মধুচামেলী স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে। আজ কমলপুর টাউন হলে এই অনুষ্ঠান হয়। প্রদীপ প্রজ্জলন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রয়াত মধুসুধন দেব ও চামেলী বিশ্বাস'র জ্যেষ্ঠ পুত্র তথা প্রাক্তন মন্ত্রী বিধায়ক মনোজ কান্তি দেব। ছিলেন প্রধান অথিতি তথা আগরতলা ধলেস্বর রামকৃষ্ণ মিশন'র সম্পাদক অমর্ত্য নন্দ মহারাজ। এছাড়া ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা,