Bhangar 2, South Twenty Four Parganas | Aug 31, 2025
রবিবার রাত আটটা নাগাদ ভাঙ্গড় বিধানসভার জামিরগাছি বাজারে স্ট্রিট লাইট এর শুভ উদ্বোধন করলেন শওকত মোল্লা।আর এদিন এলাকাবাসীর উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুঁড়ে দিলেন তিনি।শুধু ISF নয় বিজেপি কেও বিঁধলেন তিনি, এছাড়াও আব্বাস সিদ্দিকী কে পরমাণু সিদ্দিকী বলে কটাক্ষ করেন তিনি ।