দুর্লভপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এর উদ্যোগে চলতি বছরের বড়জোড়া থানার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান আধিকারিক পূজা কমিটির হাতে শারদ সম্মান তুলে দেওয়া হল । এই সংস্থার তরফে জানানো হয়েছে মহানবমীর সন্ধ্যায় তাদের বিচারে প্রথম স্থান আধিকারিক বড়জোড়া থানা সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আজ বড়জোড়া তৃণমূল বিধায়ক অলোক মুখার্জী শারদ সম্মান তুলে দেন।