সত্যিই কি বাংলা ভাষায় কথা বলার জন্য প্রাণ গেল যুবকের? তেলেঙ্গানা রাজ্যে যুবকের ঝুলন্ত দেহ ঘিরে এমনই চাঞ্চল্য ছড়িয়েছে হুড়া এলাকায়। জানা যায়,মহরমের পর তেলেঙ্গানা রাজ্যে ড্রাইভারের কাজে গেছিল পুরুলিয়া জেলার হুড়া ব্লকের হিজুলি গ্রামের যুবক আব্দুল হাকিম আনসারী।তেলেঙ্গানার হায়দ্রাবাদ শহরে পতনচিরু শহরে ড্রাইভারের কাজ করতো সে।গতকাল থেকে কোনো খোঁজ খবর পাওয়া যাইনি।সোমবার সকালে সেখানেই তার ঝুলন্ত দেহ পাওয়া যায় একটি গাছের ডালে।শরীরে প্রচুর আঘাতের চিহ্ন আছে জানা যায়।