গতকাল গভীর রাতে মনু বাজারে এক ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়লো চুরির সম্পূর্ণ ঘটনা,গতকাল রাতে ১:টা নাগাত , মনু বাজারের পুরাতন ব্যবস্বায়ী , শ্রীযুক্ত হারাধন বনিক, পিতা- স্বর্গীয় উপেন্দ্র বনিক, মনুঘাট নিবাসী, মনু কালি মন্দির এর বিপরীত পাশে দোকানে, চোরির স্বীকার হয় । আজ সকালে দোকানের সিসি ক্যামেরায় মাধ্যমে , ঐ ব্যক্তির পরিচয় পাওয়া যায়, ঐ ব্যক্তির নাম - কলিন্দ্র ত্রিপুরা, পিতা- সপ্তকুমার ত্রিপুরা ,মাতা-দৈবকী ত্রিপুরা,