ঘটনাটি ঘটেছে নাকাশীপাড়া ১২ নম্বর জাতীয় সড়কে মথুরাতে ।বেথুয়াডহরি থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন টিপু সুলতান নামে নাগাদী বড়গাছির এক ব্যক্তি।একটি টোটো তার বাইকের সামনে এসে বাক নিতেই টোটোর সঙ্গে ধাক্কা লাগে বাইকের। গুরুতর আহত হন ঐ ব্যক্তি ।সেই সময় আসছিলেন বিক্রমপুরের রাস্তায় আরেখ টোটো চালক আলাউদ্দিন শেখ। তৎক্ষণাৎ তাকেই পড়ে থাকতে দেখে তার নিজের টোটো তে তুলে নিয়ে বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে আসেন চিকিৎসা করার জন্য এবং তার বাইকটি পড়ে থাকে রাস্তায়।