করবুক প্রতিনিধিঃ করবুক মহকুমার অন্তর্গত যতনবাড়ি লেভাছড়া সূএধর পাড়া রাস্তাটি বেহাল দশায় পরিণত দীর্ঘ বহু বছর ধরে। সংস্কারের নামে উদ্যোগ নেই স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে আমলাদের।স্থানীয় এলাকাবাসীরা এক প্রকার ক্ষুব্ধ হয়ে আজ সকালে অমরপুর টু করবুক সড়কে পথ অবরোধ করে এই পথ অবরোধের খবর পেয়ে স্থানীয় নেতৃত্বরা ছুটে আসলে ক্ষুব্ধ জনগণ তাদের সাথে কথা বলতে চাই না অবরোধকারীদের বক্তব্য করবুক মহকুমার শাসক অবরোধস্থলে এসে এলাকাবাসীদের লিখিত প্রতিশ্রুতি দিলে এই প