ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথুয়াডহরী হাসপাতাল পাড়ায়। আজ মাধবি মুনমুন সাহার বাড়িতে একটি বিশালাকৃতির প্রায় সাড়ে পাঁচ ফুট দুর্গের একটি বিষধর গোখরা সাপ দেখা যায় তাদেরএকটি পরিতক্ত জায়গায় সেখানে চারটিকে দেখতে পেয়ে তারা বেথুয়া ডহরি বনদপ্তরের খবর দিলে বেধরী বনদপ্তরের কর্মী দীপঙ্কর চক্রবর্তী তৎক্ষণাৎ সেই বাড়িতে ছুটে যান এবং নিজেরকৌশলে আয়ত্তে আইলেন সাপটিকে এরপর সাপটিকে নিয়ে বনদপ্তর এর হাতে তুলে দেওয়া হয়।