Patharpratima, South Twenty Four Parganas | Aug 29, 2025
দক্ষিণ ২৪ পরগণা জেলা পাথর প্রতিমা বিধানসভার ঢোলাহাট থানা এলাকায় এক অভিযুক্ত এক নাবালিকা মেয়েকে ধর্ষণ করে এমনটি অভিযোগ দায়ের করে ঢোলারহাট থানায় সেই অভিযোগের ভিত্তিতে ঢোলাহাট এলাকা থেকে অভিযুক্ত কে গতকাল গ্রেফতার করে, আজকাল মহকুম আদালতে ভারতীয় দণ্ডবিদের পোকশো আইন সহ একাধিক ধারায় মামলার রুজু করে পাঠায়।।