Hasnabad, North Twenty Four Parganas | Aug 26, 2025
হাসনাবাদের *রুজিপুর আদর্শ অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়* এর ঘটনা ।এই স্কুলের ভবনের বেহাল দশা বহুদিন ধরে । এর আগেও কয়েকবার ছোটখাটো চামোর ভেঙে পড়েছে । কিন্তু গতকাল পরীক্ষা চলাকালীন এক শিক্ষকের মাথার উপর দিয়ে বড় একটি চাঙর ভেঙে পড়ে, ছাত্রদের চিৎকারে শিক্ষক সরে গেলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় তিনি ।কিন্তু এই ঘটনা অভিভাবক এবং এলাকার মানুষ ছাত্রছাত্রীরা সবাই চাক্ষুষ দেখেন । এরপরই অভিভাবকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। আজ সকাল ১১টা নাগাদ ছাত্র-ছাত্রীরা স্কুলে আসল