Barrackpur 2, North Twenty Four Parganas | Oct 1, 2025
ঠাকুর রামকৃষ্ণ পরমহংস দেবের স্মৃতি বিজড়িত ১৫০ তম বর্ষে পদার্পণ করা ব্যারাকপুরে পার্ক রোডে অবস্থিত শিবশক্তি মা অন্নপূর্ণা মন্দিরে আয়োজিত হল কুমারী পুজো। চলতি বছর কুমারী পুজো দেখতে বহু মানুষ ভিড় জমিয়েছিলেন মন্দিরে এই দিন মা অন্নপূর্ণার ঠাকুর ঘরে প্রথমে পূজিত হন কুমারী এরপর ঠাকুর দালানে পূজা করা হয় কুমারী কে।