আজ কমলপুর নজরুল ভবনে দুপুর বারোটায় ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট আসো 'র কমলপুর শাখা ও অল ত্রিপুরা প্যাথলজিক্যাল এন্ড রেডিওলজিকাল ক্লিনিক 'র ধলাই শাখার উদ্যোগে আজ এক কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের নাম দেওয়া হয় গুড প্র্যাক্টিসেস অফ ডকুমেন্টেশন। অনুষ্ঠানের উদ্বোধন করেন চলতি মাসে ভারতের সেরা মহিলা ড্রাগ কন্ট্রোলার হিসাবে স্বীকৃতি পাওয়া ত্রিপুরার ড্রাগ কন্ট্রোলার শ্রীমতি কাঞ্চন সিনহা।