কিল্লা এলাকায় তিপ্রা মথা দলের এক যোগদান সভায় বিজেপি দল ছেড়ে ৪১জন ভোটার CEM এর হাত ধরে তিপ্রা মথা দলের যোগদান করে। এই দিন নবাগতদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন CEM। যোগদান সভা কে কেন্দ্র করে দলীয় কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় দিন