আজ বিকেলে লংতরাইভ্যালী মহকুমার নব নিযুক্ত সাব ডিভিশনাল ফরেস্ট অফিসার এ. চক্রবর্তীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ছাওমনু বিজেপি মণ্ডলের সভাপতি বিপ্লব চাকমা। তাঁর সঙ্গে ছিলেন মণ্ডলের অন্যান্য কার্যকর্তারাও। এই সাক্ষাৎটি ছিল মূলত একটি পরিচয় পর্ব। নব নিযুক্ত এসডিএফও-কে স্বাগত জানানোর পাশাপাশি স্থানীয় বনসম্পদ ও বনাঞ্চল সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে প্রাথমিক আলোচনা হয়।