Basirhat 1, North Twenty Four Parganas | Sep 3, 2025
পূর্বে ঘোষণা অনুযায়ী বসিরহাট শহরের বুকে যানজট নিয়ন্ত্রণ করতে চালু হয়েছে ওয়ান ওয়ে রুট। এখন এই আইন কার্যকরের ফলে বসিরহাটে কিছুটা হলেও মুক্ত হল যানজট। এর ফলে উপকৃত হবে সাধারণ মানুষ। এ বিষয়ে বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাক্তার সপ্তসি বন্দ্যোপাধ্যায় ঠিকই জানালেন দেখুন পাবলিক অ্যাপের ক্যামেরায়