বি এল ও ২ ও বুথ মজবুত করার লক্ষ্যে বিজেপির বিশেষ সাংগঠনিক বৈঠক কাশীপুরে। মঙ্গলবার সন্ধ্যায সাড়ে ছয় টার সময় কাশীপুর মন্ডল ৫ বিজেপির উদ্যোগে সোনাথলীতে আয়োজিত হয় সাংগঠনিক বৈঠক। ২০২৬ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বুথ মজবুত করার লক্ষ্যে এবং বি এল ও ২ নিয়ে বিশেষ আলোচনা হয় বৈঠক। দলের সাংগঠন বৃদ্ধির লক্ষ্যেও এই দিন বৈঠকে আলোচনা হয়। উপস্থিত ছিলেন কাশীপুর বিধানসভার বিধায়ক কমলাকান্ত হাঁসদা , বিজেপির জেলা সহ সভাপতি রাজেশ চিন্না সহ অন্যান্য নেতৃত্ব।আজকের প্রতিবেদনে সে