পূজার প্রাক মুহূর্তে প্রতিদিন মদবিরোধী অভিযান চালিয়ে যাচ্ছে পূর্ব থানার পুলিশ। শুক্রবার গোপন খবর ভিত্তিতে গুলবাজার, চন্দ্রপুর ,আড়ালিয়া ও প্রতাপঘর আলাদা আলাদা জায়গায় থেকে মদ বিরোধী অভিযানে তিনজন অবৈধ বিলাতি মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে পূর্ব থানার পুলিশ।