আজ দুপুরে সুরমা বিধানসভার মরাছড়া কমিউনিটি হলে রাষ্ট্রীয় সেবিকা সমিতির উদ্যোগে এক মনোজ্ঞ 'গুরু দক্ষিণা উৎসব' অনুষ্ঠিত হয়। এই পবিত্র উৎসবে সমিতির সদস্যরা তাদের গুরুজনদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানটি ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং পরম্পরাগত আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হয়। গুরু দক্ষিণা উৎসবের প্রধান উদ্দেশ্য হলো সমাজে গুরু-শিষ্যের সম্পর্ককে আরও দৃঢ় করা এবং গুরুজনদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা।