Barrackpur 2, North Twenty Four Parganas | Aug 31, 2025
ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয় এর ষষ্ঠ শ্রেণির ছাত্র টিটাগর পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের অন্তর্গত কয়লা ডিপো এলাকার বাসিন্দা প্রতীক রঞ্জন নামের এক বারো বছরের কিশোর শনিবার এলাকারই এক শিক্ষকের কাছে পড়তে যায়। কিন্তু সঠিক ভাবে পড়াশোনা না করায় শিক্ষক তাকে বাড়ি চলে যেতে বলেন সন্ধ্যে সাড়ে সাতটার পর তার বোন পড়ার থেকে ফিরে তার দাদার কথা জিজ্ঞাসা করলে বাড়ির সদস্যরা জানান বাড়িতে এখনো পর্যন্ত ফেরেনি প্রতীক এরপর স্থানীয় বাসিন্দারা খোঁজাখুঁজি শুরু করেন টিটাগড