আসন্ন ন্যাশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স স্ট্যান্ডার্ড (NQAS) পরিদর্শনের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ দুপুরে ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা ভিবেক HB কুলাইয়ের ধলাই জেলা হাসপাতালে একটি জরুরি বৈঠক করেন। এই পরিদর্শনের সময়, জেলাশাসক হাসপাতালের বিভিন্ন কক্ষ ও সুযোগ-সুবিধাগুলি ঘুরে দেখেন। তিনি হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা, পরিষেবা এবং মানসম্মত ব্যবস্থাপনা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশ দেন। এর পাশাপাশি, আসন্ন NQAS পরিদর্শনের জন্য সমস্ত প্রস্তুতি খতিয়ে দেখেন।