Swarupnagar, North Twenty Four Parganas | Sep 10, 2025
ধৃতের নাম শাহিন গাজী বাড়ি হাকিমপুর সীমান্ত এলাকায়। স্বরূপনগর থানার বিথারী হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের হাকিমপুর চেক পোস্টে ঘটনা। পাচারের সময় সময় উদ্ধার হয় সোনার চার পিস র্বিস্কুট ওজন ৪৯৫ গ্রাম যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা। মোটরসাইকেলের টিউব এর মধ্য দিয়ে এই সোনার বিস্কুটগুলো পাচারের উদ্দেশ্যে হাকিমপুর চেক পোস্টে আসলে , সেখানে ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সীমান্তে রক্ষী বাহিনীর জওয়ানরা তাকে আটক করে উদ্ধার করে চারটি সোনার বিস্কুট। উদ্ধার হওয়া মোটরস