মালদা ক্রিয়েটার্স ফ্রেন্ড গ্রুপের উদ্যোগে রবিবার দুপুরে আইহো রঙ্গলি লজে অনুষ্ঠিত হলো ফেসবুক ভাইরাল কনটেন্ট ক্রিয়েটরদের মিলনমেলা,সংস্থার কর্তারা জানান, মালদা জেলার বিভিন্ন ব্লক ছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও ফারাক্কা থেকে কনটেন্ট ক্রিয়েটররা এই অনুষ্ঠানে অংশ নেন। অতিথিদের ফুলের তোড়া, উত্তরীয় ও মেমেনটো দিয়ে বরণ করে নেন আয়োজকরা।