বারুইপুর প্রেসক্লাব আয়োজিত জেলার সেরা পুজোর শিরোপা জিতে নিল রামনগর হরিশপুর কচুখালী সার্বজনীন পঞ্চদশ দুর্গোৎসব পূজা কমিটি। তাদের পূজা এ বছর ৭৫ তম বর্ষে পদার্পণ করেছে।এবছর তাঁদের পূজা মণ্ডপে মায়ের ১৫টি রূপ তুলে ধরা হয়েছে। এই দুর্গাপূজা উপলক্ষে সাত দিনের মেলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।