শুক্রবার দিন তিলপাড়া সতিঘাট শ্মশান পরিদর্শনে জান সিউড়ি পৌরসভার চেয়ারম্যান সহ একাধিক কাউন্সিলরা। সেখানে গিয়ে দেখেন হাইমাস লাইটটি বন্ধ রয়েছে, পাশাপাশি একাধিক জায়গায় ঝোপ জঙ্গল হয়ে গেছে। এরপরেই সিউড়ি পৌরসভার চেয়ারম্যান ইলেকট্রিশিয়ান কে দিয়ে এই লাইটটিকে সংস্কার করায়। শনিবার দিন সেই লাইটি পুনরায় জলতে শুরু করেছে।