দক্ষিণ ধলাইয়ে রাজনগর খুলিছড়ার জিপি-র সভাপতি ইমরান হুসেন বড়ভূইয়াকে খুনের অভিযোগ করে ঘটনায় অভিযুক্তদের ফাঁসি দাবি করেন স্থানীয়রা।শুক্রবার বিকাল ৪ টায় এ দাবি করেন তাঁরা। ময়নাতদন্তের পর শুক্রবার ইমরান হুসেন বড়ভূইয়ার মরদেহ ফের কবরস্থ করা হয়।১০ আগস্ট ইমরান হুসেন বড়ভূইয়াকে কবরস্থ করা হয়েছিল।খুনের অভিযোগে বৃহস্পতিবার কবর থেকে লাশ তুলে ময়নাতদন্তের পর শুক্রবার ফের কবরস্থ করা হয়।