গণেশ পূজাকে কেন্দ্র করে ৪৭ আমবাসা বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে রবিবার সকালে আমবাসা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে আমবাসা মন্ডল কমিটি। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমবাসা মন্ডলের সহ-সভাপতি স্বপন পাল , জনজাতি নেতা লালফির হালাম , কোষাধক্ষ ফনি হালাম, মন্ডল নেতৃত্ব অমিত রিয়াং সহ অন্যান্য কার্যকর্তা। কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সহ-সভাপতি স্বপন পাল বলেন গণেশ পূজা এ বছর আমবাসা মন্ডল করতে চলছে।