বীরভূমের মুরারই এক নম্বর ব্লকের রাজগ্রাম পঞ্চায়েতের,রাজগ্রম পশ্চিম বাজার রবিদাস পাড়ার দুর্গা প্রতিমার নিরঞ্জন করা হল 4 অক্টোবর শনিবার রাজগ্রামের কানিপুকুরে। এদিন নিরঞ্জন করার আগে শোভাযাত্রা বের হয় গোটা রাজগ্রাম জুড়ে। শোভাযাত্রায় অংশগ্রহণ করেন রাজবংশী পাড়ার পুরুষ থেকে মহিলারা। শোভাযাত্রায় যাতে কোন রকম বিশৃংখলার সৃষ্টি না হয় তার জন্য কড়া পুলিশি ব্যবস্থা গ্রহণ করা হয় মুরারই থানা পুলিশের পক্ষ থেকে। এদিন বিকেলের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যাম