শনিবার গোমতী জেলার স্পোর্টস কমপ্লেক্স মাঠে সফলভাবে সম্পন্ন হলো জেলা ভিত্তিক স্কুল স্পোর্টস কম্পিটিশন। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোমতী জেলার জিলা সভাধিপতি দেবল দেব রায়, গোমতী জেলা ক্রীড়া আধিকারিক বণজিৎ বাগচী, উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার, উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী তথা ভারতীয় জনতা পার্টি দলের আর কেপুর মন্ডল সভাপতি সানি সাহা সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ।