শনিবার দিন সিউড়ির পুলিশ লাইনে বীরভূম জেলা পুলিশের কনফারেন্স হলে থেকে ৩০৬ জন কে জুনিয়র কনস্টেবল পদের চাকরির নিয়োগ পত্র তুলে দিলেন বীরভূম জেলার পুলিশ সুপার আমানদ্বীপ। ডেউচা-পাঁচামি প্রস্তাবিত কয়লা খনির জন্য স্বইচ্ছায় জমিদাতা তাদের হাতে এদিন সেই চাকরি নিয়োগ পত্র তুলে দেওয়া হয়। রবিবার দিন থেকেই তাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হবে বলেও জানিয়েছেন বীরভূম জেলার পুলিশ সুপার।