Barrackpur 2, North Twenty Four Parganas | Jul 14, 2025
শ্রাবণ মাসের প্রথম সোমবার বৃষ্টিকে উপেক্ষা করে কয়েক হাজার পুন্যার্থী পুজো দিলেন ব্যারাকপুর শ্রীশ্রী শম্ভুনাথ মন্দিরে। ব্যারাকপুর শম্ভুনাথ মন্দিরে সূচনা হলো শ্রী শ্রী শম্ভুনাথ শ্রাবণী মহোৎসবের সূচনার দিন আনুমানিক ১০ হাজার পূর্ণাথী পুজো দেবেন মন্দিরে। ভোরবেলা থেকেই মন্দিরের দরজা খুলে দেওয়া হয় পূর্ণাথীদের জন্য । মন্দির কমিটির পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেট এর পক্ষ থেকেও বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয় মন্দির চত্বরে।