ঘটনাটি নদীয়া নাকাশিপাড়া থানার এক সিভিক ভলেন্টিয়ার কপিল ঘোষের। আজ থেকে প্রায় তিন চারদিন আগে জ্বরে অসুস্থতা বোধ করায় বেথুয়াডহরি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কাশিয়াডাঙ্গা নিবাসী কপিল ঘোষ। একটু সুস্থ হলে তিনি আজকে ছুটি হয়ে বাড়ি গিয়েছিলেন। বাড়িতে গিয়ে ফের শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে পুনরায় হাসপাতালে নিয়ে আসা হয় । হাসপাতালে নিতেই আচমকা প্রাণহান তিনি। এরপর তার দেহ নাকাশিপাড়া থানায় নিয়ে আসা সেখান থেকে শক্তিনগর মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়