নাকাশিপাড়া বেথুয়াডহরি বাসস্ট্যান্ডে স্টেটবাসে যাত্রী তোলাকে কেন্দ্র করে একটি লোকাল বাসের চালক ও সহকারীরা স্টেটে বাসের চালককে মারধর এবং অপদস্ত করে । বাসটি রানাঘাট থেকে যাচ্ছিল শিলিগুড়ি । লোকাল বাসের চালকের নামে এবং তার সহকারীদের নামে নাকাশিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন স্টেট বাসের চালক। এই নিয়ে থানা থেকে অভিযোগ করার পর বেরিয়ে কি বললেন স্টেট বাসের চালক এবং একজন যাত্রী তাদের মুখ থেকে শুনে নেব।