Gaighata, North Twenty Four Parganas | Aug 28, 2025
ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসেন জেলা কংগ্রেসের নতুন জেলা সভা নেত্রী ইদ্রানী দত্ত চ্যাটার্জি। এদিন প্রথমে তিনি ঠাকুরবাড়ির মন্দিরে পুজো দেন। পরবর্তী ঠাকুরবাড়িতে শান্তনু এবং সুব্রত ঠাকুরের ধর্মীয় সার্টিফিকেট দেওয়ার ক্যাম্পে যান এবং সাধারণ মতুয়াদের সঙ্গে কথা বলেন।