ফের বোমা উদ্ধারের ঘটনা বৈষ্ণবনগর থানা এলাকার পারদেওনাপুর বাবুপাড়া গ্রামে। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। রবিবার দুপুর নাগাদ বোমাগুলি নিস্ক্রিয় করে বোম্ব ডিসপোজাল স্কোয়াড। পুলিশ সূত্রে খবর, স্থানীয়রা মাঠে কাজ করে ফেরার পথে শনিবার সন্ধ্যায় পরিত্যক্ত অবস্থায় দুটি ব্যাগ দেখে পুলিশে খবর দেন। ওই দুটি ব্যাগে মোট ২২টি তাজা বোমা ছিল।