ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়া বেথুয়াডহরী পশ্চিম জগদানন্দপুর মাঠপাড়া বিজেপি পার্টি অফিসের পেছনের একটি জলাশয়ে। প্রায় সাত ফুট দৈর্ঘ্যের একটি ময়াল দেখতে পান এলাকাবাসীরা। সাথে সাথে খবর দেওয়া হয় রেসকিউয়ার শাশ্বত ঘোষকে । শাশ্বত ঘোষ ঘটনাস্থলে তৎক্ষণাৎ ছুটে এসে একটি জাল দিয়ে সাপটিকে উদ্ধার করেন। এবং সেটিকে সংগ্রহ করে নিয়ে তার জঙ্গলে নিরাপদ আশ্রয়ে ছেড়ে দেবেন বলে জানালেন শাশ্বত ঘোষ।সাপটিকে দেখবার জন্য এলাকাবাসীর ভিড় উপচে পড়ে।