ডোমকলে রাস্তার ধারে অজ্ঞাতপরিচয় বৃদ্ধর দেহ উদ্ধার, তদন্তে পুলিশ মুর্শিদাবাদের ডোমকলের কলাবাড়িয়া এলাকায় চাঞ্চল্যকর ঘটনায় শনিবার সকালে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধর মৃতদেহ। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার ধারে ক্ষতবিক্ষত অবস্থায় ওই বৃদ্ধকে পড়ে থাকতে দেখে আতঙ্কিত গ্রামবাসীরা খবর দেন ডোমকল থানায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওই বৃদ্ধকে মৃত ঘোষণা করেন।