গোপীবল্লভপুর ২ ব্লকের ফেঁকো চকে স্থাপিত হল প্রয়াত তৃণমূল কর্মী নকুল বেরার আবক্ষ মূর্তি। বুধবার বিকালে মূর্তি উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্ৰাম জেলা পরিষদের মেন্টর স্বপন পাত্র, গোপীবল্লভপুর ২ ব্লক তৃণমূলের সভাপতি টিংকু পাল সহ একাধিক বিশিষ্ট জনেরা।ফেঁকো চকে এই মূর্তি বসানো হয় জুগডিহা গ্রামবাসীদের উদ্যোগে। জানা গিয়েছে, এলাকার পরিচিত মুখ সমাজসেবী নকুল বেরা গত ২০২৩ সালে আজকের দিনে রহস্যজনকভাবে প্রাণ হারান ঝাড়খণ্ডের সীমান্ত এলাকায়।