Basirhat 1, North Twenty Four Parganas | Sep 9, 2025
ঘটনাটি মঙ্গলবার সকাল ১১:৩০ মিনিট নাগাদ বসিরহাটের *নিমদরিয়া* এলাকার *কোদালিয়া আমিনিয়া হাই মাদ্রাসা* এর ঘটনা ।আজ এখানে ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা পাশাপাশি গ্রামের মানুষ একত্রিত হয়ে মাদ্রাসার মধ্যে বিক্ষোভ দেখায় । ভিক্ষুক কারীদের যেটা দাবি- প্রধান শিক্ষক তিনি নিজের মর্জি মতন চলেন । স্কুলের সরকারি নিয়ম অনুযায়ী যেসব টাকা নেওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা তিনি নেন , মিড ডে মিলের রান্না অতি নিম্নমানের দেন যা ছাত্রছাত্রীরা খেতে পারে না , কিন্তু শিক্ষকরা ন