Kultali, South Twenty Four Parganas | Aug 24, 2025
কুলতলী বিধানসভার বিধায়ক গণেশচন্দ্র মন্ডল এর নির্দেশক্রমে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী অঞ্চলের দেবীপুর ২৪৪ নম্বর বুথে আজ বিকালে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের আঞ্চলিক নেতৃত্বের উপস্থিতিতে বর্ধিত কর্মীসভা। আগামী ২০২৬ বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এমনই কর্মীসভা তৃণমূল কংগ্রেসের। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি অঞ্চল প্রধান সহ আঞ্চলিক নেতৃত্ব।