বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জের উত্তর সরাগোড়া তে ২০ টি হাতি, পাবয়াতে দুটি, রাধানগর রেঞ্জের সুখসায়ের 7 টি, গঙ্গাজলঘাটি রেঞ্জের রাধুরবাইদে 1টি, এছাড়াও পাঞ্চেত বন বিভাগের বিষ্ণুপুর রেঞ্জের বাগডোবা গুরুর বাসায় 40 থেকে 41 টি অবস্থান রয়েছে বলেই বনদপ্তর সূত্রে জানা গেছে