Bhangar 2, South Twenty Four Parganas | Sep 4, 2025
আবারো ভাঙ্গড়ে জলাশয় পূরণ করে, চলছে অবৈধ নির্মাণ। বিঘার পর বিঘা জলাশয় পূরণ করে ভাঙ্গড়ের বামন ঘাটা অঞ্চলের হাটগাছাতে অবাধে গাছ কেটে রমরমিয়ে চলছে বহুতল নির্মাণের কাজ । মুখ্যমন্ত্রীর বারংবার নিষেধাজ্ঞার পরেও কর্ণপাত করছে না কেউই। এর আগেও ভাঙ্গড়ে একাধিক জায়গায় এমন জলাশয় পূরণ করে বেআইনি নির্মানের বিষয় সামনে এসেছিল। তা প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত রাখা হলেও বৃহস্পতিবার আবারো একটি বিষয় সামনে আসে।