বিশ্বনবীর জন্মদিন পালন উপলক্ষে শুক্রবার শিলচরে শান্তিমিছিলে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছে আয়োজক কমিটি।বৃহস্পতিবার রাত ৮ টায় জানা গেছে, শুক্রবার সকাল ৬টায় নাগাটিলা সংলগ্ন রহমানিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলের সূচনা হবে। সেখান থেকে শোভাযাত্রাটি সোনাবাড়িঘাট হয়ে ধনেহরি ঈদগাহ সংলগ্ন মাঠে গিয়ে সমাপ্ত হবে।