Barrackpur 1, North Twenty Four Parganas | Aug 24, 2025
প্রাচীন শ্যামনগর মূলাজোর কালি বাড়ির মাঠ বিক্রি করার চক্রান্ত হচ্ছে বলে অভিযোগ তুলে শ্যামনগরে বিক্ষোভ মিছিল করলেন শ্যামনগর এলাকার বাসিন্দারা। শ্যামনগর নাগরিক মঞ্চ সংগঠনের নামে শ্যামনগর এলাকার বাসিন্দারা একত্রিত হন, বিক্ষোভ কারীদের দাবি ছেলেবেলা থেকেই এই মাঠেই খেলাধুলা করে তারা বড় হয়েছেন কোন এক অসাধুচক্র এই মাঠ বিক্রি করার পরিকল্পনা করছে। তাই সেইসব অসাধু চক্রের বিরুদ্ধে মাঠ বিক্রি হওয়ার পরিকল্পনাকে রুখতে শ্যামনগরের সাধারণ মানুষেরা রাস্তায় নেমেছেন।