মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী বছর শ্রাবনী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের যাতে পরিষেবা আরো ভালো করে দেওয়া যায় তাই বুধবার হুগলির বৈদ্যবাটির হাতিশালা ঘাট, নিমাই তীর্থ ঘাট পরিদর্শনে DGP রাজিব কুমার, চন্দননগর পুলিশ কমিশনারেটের সিপি অমিত পি জাওয়ালগি, হুগলি রুরাল পুলিশের এসপি কামনাসিস সেন এবং অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের নিয়ে পরিদর্শন করলেন বৈদ্যবাটি পৌরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, উপ পৌর প্রধান শান্তনু শান্তনু দত্ত এবং অন্যান্যরা