Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 7, 2025
শিয়ালদহ মেন শাখার টিটাগড় রেলস্টেশন সংলগ্ন ১০ নম্বর রেলগেট দীর্ঘক্ষণ বন্ধ না হওয়ায় রেল চলাচলে বিঘ্ন ঘটে । পুজোর সময় টিটাগড় বাজারের ভিড় উপচে পড়ায় রবিবার টিটাগড় লেভেল ক্রসিংয়ে ব্যাপক যানজট হয়। ফলে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ করা যায়নি দীর্ঘক্ষণ ফলতঃ শিয়ালদহ শাখার চারটি লাইনে এই দিন দীর্ঘক্ষন ট্রেন আটকে থাকে। অন্যদিকে, একদিকে স্টেশন রোড ও জি সি কার্যত যানজটে যাতায়াতের অযোগ্য হয়ে ওঠে। এর ফলে যেমন রেল চলাচলের বিঘ্ন ঘটে, তেমনি লেবেল ক্রসিং পারাপার