Bhangar 2, South Twenty Four Parganas | Aug 29, 2025
সদ্য স্ট্রিট লাইট উদ্বোধনী অনুষ্ঠানে নওশাদ সিদ্দিকীকে নিশানা করে বোমা সিদ্দিকী বলে কটাক্ষ করেন শওকাত মোল্লা। আজ অর্থাৎ শুক্রবার বিকাল সাড়ে চারটে নাগাদ ভাঙ্গড়ে সদ্য জেল থেকে মুক্তি পাওয়া ISF নেতা অহিদুল ইসলাম শওকত মোল্লার এই মন্তব্যে পাল্টা কটাক্ষ করলেন।