Barrackpur 2, North Twenty Four Parganas | Sep 6, 2025
খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবের আট এলাকায় গত তিনদিন ধরে এক বিশাল আকার হনুমান ঘোরাঘুরি করছিল স্থানীয় বাসিন্দারা হনুমানটিকে খেতে দিলেও কোনো রকম খাবার খাচ্ছিল না সেই হনুমানটি পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান হনুমানটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে হনুমানটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দপ্তরে কিন্তু বনদপ্তরের তরফ থেকে কোনরকম সদ উত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এরপর তারাই সেবা শুরু করেন হনুমান টি স