মুরারই এক নম্বর ব্লকের গোড়শা অঞ্চলের ডালিম্বা জুনিয়র হাইস্কুলে আজ ২৭ শে আগস্ট বুধবার সকাল থেকে আয়োজিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান শিবির। এদিন সকাল দশটায় শিবির খুলতেই বিভিন্ন প্রকল্পের সুবিধে নেওয়ার জন্য নাম নথিভুক্ত করতে আসেন সাধারণ মানুষ জনেরা। শিবিরে উপস্থিত ছিলেন মুরারই ১ ব্লক প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও উপস্থিত ছিলেন গোড়শা অঞ্চল কনভেনার মাফিক শেখ।এদিন সকালের দিকে সেই চিত্র উঠে এসেছে আমাদের ক্যামেরায়।