Swarupnagar, North Twenty Four Parganas | Sep 2, 2025
গতকাল রাত্রে আত্মঘাতী হলো স্বরূপনগর ব্লকের গোবিন্দপুর জিপির তরুণীপুর গ্রামের বছর ১৭ এর কিশোর সৌভিক মন্ডল। স্থানীয় সূত্রে জানা যায় পাশের গ্রামের এক কিশোরীর সাথে তার প্রথমে পরিচয় পরে ভাব ভালবাসা। এক পর্যায়ে তাকে নিয়ে সে পালিয়ে যায়। খবর জানাজানি হতেই কিশোরীর পরিবার তাকে উদ্ধার করে ,এরপর তার সাথে কোন যোগাযোগ না থাকায় অবশেষে গতকাল রাত্রে সে তার নিজের বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয় | পরিবারের লোকেরা জানতে পেরে তাকে রাত্রে গ্রামীন হাসপাতালে নিয়ে